অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ (৮ জুলাই-২৩) শনিবার ৩ মাসব্যাপী কর্মসূচি ঘোষনা করেন।
কর্মসূচিঃ
১। ১৫ জুলাই, শনিবার, বিকাল ৩টায়, বায়তুল মোকাররমের উত্তর গেইটে, পীর সাহেব চরমোনাই’র উপস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকায় সমাবেশ।
২। ১৬ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত থানা ও জেলায় তৃনমুল প্রতিনিধি সম্মেলন।
৩। সেপ্টেম্বর মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ।