আজ দেশের অনেক কওমী মাদারেস বন্ধ। বাড়িতে গিয়ে কি করবেন, তাদের জন্যই নিম্নের কিছু উপদেশ বা আমল।
➤ মা বাবার খেদমত করবেন।
➤ ছোট বেলায় যে মাদ্রাসায় নূরানী ও হেফজ খানায় পড়েছেন। ঐ মাদ্রাসায় গিয়ে উস্তাদদের সাথে সাক্ষাৎ ও সাধ্য অনুযায়ী উপঢৌকন দিবেন।
➤ মহল্লার মানুষের সাথে সদাচরণ করবে
এবং সালাম সাথে কালাম।
➤ মহল্লার বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করা।
➤ আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিক তা’লিম চালু করার চেষ্টা করা।
➤ সাপ্তাহিক জিকিরের হালকায় অবস্থান করা।
➤ ইমামের সাথে সাক্ষাৎ ও কিছু উপঢৌকন দেওয়া।
➤ আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া।
➤ এলাকার যুবকদের সাথে সুসম্পর্ক করা, তাদের সাথে শরীয়ত সম্মত ভাবে ক্রিকেট ও ফুটবল খেলবেন।
➤ যুবকদের সাথে মুহাব্বত বৃদ্ধি করে কৌশলে নামাজের দাওয়াত দেওয়া এবং দ্বীনি সংগঠনের দাওয়াত দিবেন।
হে! আল্লাহ সকলকে উক্ত কথাগুলো মেনে চলার তাওফিক দিন- আমিন।