1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লায় মাহফিলের ভাইরাল ছবি নিয়ে অজানা তথ্য

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

ফেসবুক সোশ্যাল মিডিয়ায় গতকালের কুমিল্লায় ওয়াজ মাহফিলের ভাইরাল ছবি নিয়ে অজানা তথ্যে ফ্রান্স- আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে কাতার ফুটবল বিশ্বকাপেআর্জেন্টিনা- ফ্রান্সের ফাইনাল খেলা শুরুর আগে কুমিল্লার দেবিদ্বারে একটি ওয়াজ মাহফিল হঠাৎ শ্রোতাশূন্য হয়ে পড়ে বলে একটি ছবি ভাইরাল হয়েছে। তবে আয়োজকদের দাবি, মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় রাত ১০টা থেকে। চলে রাত ২টা পর্যন্ত। এসময় প্রচুর মানুষের উপস্থিতি ছিল।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হোসেনপুর দারুল আকরাম মাদরাসা মাঠে রোববার বিকেল থেকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। তাতে প্রধান বক্তা ছিলেন মোল্লা নাজিম উদ্দিন।

পূর্বঘোষিত ওই ওয়াজ মাহফিলের কার্যক্রম বিকেল থেকে শুরু হলেও সন্ধ্যার দিকে শ্রোতাদের সমাগম বাড়তে থাকে। রাত ৮টা পর্যন্ত মাঠ ভরে যায়। তবে সাড়ে ৮টার পর থেকে মাঠ শ্রোতাশূন্য হতে থাকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিশাল প্যান্ডেলের মধ্যে মঞ্চে বসে মাইকে ওয়াজ করছেন একজন বক্তা। তার সামনে বসা শিশুসহ হাতেগোনা কয়েকজন শ্রোতা।

আয়োজক কমিটির দাবি ছবিটি ভাইরাল হয়েছে সেটা মাহফিলের মূল কার্যক্র শুরুর আগের। মাহফিলের প্রধান বক্তা যখন বয়ান রাখেন তখন মাঠভর্তি মানুষ ছিল।

হোসেনপুর গ্রামের সাইফুল নামের একজন যুবক “নকী টিভি”কে বলেন, ‘আমি শুরু থেকে মাহফিলের শেষ পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা সন্ধ্যার সময়ের ছবি। মাহফিলের মূল কার্যক্রম শুরু হয় ১০টার পর। এ সময় অনেক লোকজন ছিল।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team