দেশ বরেণ্য প্রখ্যত আলেম, আন্তর্জাতিক স্কলার, কলামিস্ট, লেখক, গবেষক ও আলোচক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা
মসজিদ পরিদর্শন করেন।
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় সুলতানি স্থাপত্যের রত্ন হিসাবে আখ্যায়িত ছোট সোনা মসজিদ পরিদর্শন করে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশ পথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় ১৪৯৩ থেকে ১৫১৯ সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন।
তিনি আরো বর্ণনা দেন যে, প্রচলিত আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল, সে কারণেই মসজিদটি সোনা মসজিদ হিসাবে পরিচিতি পায়। আর বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে উঠে।
ইসলামিক স্কলার তথ্য দেন, মসজিদে মাটির তৈরি ৮টি গম্বুজ রয়েছে। ২০ টাকার নোটে এ মসজিদের ছবি রয়েছে।