গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (গভ. এস- ৯১৬৮/৯) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত গতকাল (২১ মার্চ-২৩) মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন হাবিব সেন্টার জাতীয় দৈনিক অপরাধচক্রের হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেএসকেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চ্যানেল ২৬ লিমিটেড’র চেয়ারম্যান সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, যুগ্ম মহাসচিব ও নকী টিভি’র চেয়ারম্যান কে. এম. নূহু হোসাইন (মাসুদুন্নবী)। অন্যদের মধ্যে ছিলেন, জেএসকেএফ’র সাধারণ সম্পাদক এইচ এম ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি রাজিয়া সুলতানা তূর্ণা, সহ সভাপতি আমিনা খাতুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাগর চৌধুরী, নির্বাহী সদস্য মোছা. মমতাজ বেগম,
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ইদি আমিন এ্যাপোলো, নরসিংদী জেলা সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মোঃ আরিফ, মোঃ সেলিম, মোঃ অপু, সরদার নাসির আহমেদ, কুশর সাহা, মোঃ সেলিম আহমেদ, মোঃ বাদল হাওলাদার, মোঃ শাদমান শাকিল, মোঃ জাকির হোসেন রিমন, মোঃ লোকমান হোসেন, মোছা. সোনিয়া চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রশাসন কর্তৃক সাংবাদিকদের-কে মারধরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নেতারা বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতন আর সহ্য করা হবে না। যেখানেই সাংবাদিক নির্যাতন হবে সেখানেই সাংবাদিকদের অধিকার রক্ষার্থে জেএসকেএফ’র সদস্যরা প্রতিরোধ গড়ে তুলবে। “জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন” সাংবাদিকদের কল্যাণে কাজ করে ও আগামীতেও করবে।
দেশে চলমান সাংবাদিক সংগঠনের সকল নেতাদের আহ্বান করে বলেন আসুন আমরা সহকর্মী ভাই বোন হিসেবে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করি। মতবিনিময় সভা থেকে, পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে বাংলাদেশ প্রেস কাউন্সিল হলরুমে ইফতার মাহফিল ও বিভিন্ন শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।