শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে নাটোর পুলিশ সুপার কার্যালয় ও কোর্ট মসজিদ নাটোর-বগুড়া সড়কের প্রধান সড়ক দুর্ঘটনায় সিনিয়র আইনজীবী এ্যাড. মুজিবুর রহমান (৬৫) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর মোটর সাইকেলকে অন্য একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ্যাডভোকেট মজিবুর রহমান লালপুর উপজেলার রায়পুর গ্রামের মৃত বেদার উদ্দিনের ছেলে।