গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মানবাধিকার সাংবাদিক সোসাইটি (বিইজ)’র উদ্যোগে (গতকাল ১৭ মার্চ) শুক্রবার মতিঝিলের জেনেভা চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যা ৭ টায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেবাধর্মী জাতীয় সংস্থাটির ভাইস চেয়ারম্যান এম এম তোহার সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক কে. এম. নুহু হোসাইন (মাসুদুন্নবী)। প্রধান আলোচক ছিলেন সংস্থাটির মহাসচিব ও সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার সম্পাদক-প্রকাশক মোঃ আবু তাহের পাটোয়ারী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব বিএম জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহবুবুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিশিষ্ট নারী নেত্রী ও শিল্পোদ্যোক্তা তাসলিমা সিদ্দিক রত্না, মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট গীতিকার নারী উদ্যোক্তা কবি সুফিয়া পাসারি পারুল, সাজেদা পারভিন জয়া, নারী সাংবাদিক খায়রুন নেছা নিপা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এম এম ফয়জুল্লাহ পাঠান, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী নজরুল ইসলাম চাষী, ওমর খালেদ রুমি; বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক রফিকুল ইসলাম, মোঃ রিপন, মোঃ আব্দুল বাশির, মোঃ রিয়াদ উদ্দিন প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্যে মহাসচিব মোঃ আবু তাহের পাটোয়ারী বলেন,
পরিবেশ সুরক্ষায় মানবাধিকার প্রতিষ্ঠা কলম চলবে অবিরাম”এ শ্লোগানের আলোকে ইসলামী নীতি আদর্শের অনুকরণে ন্যায়নীতির সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে উপস্থিত বক্তাগণ অঙ্গীকার ব্যক্ত করেন। এফবিজেও কর্তৃক প্রবর্তিত সাংবাদিকতা পেশাকে মেধা দক্ষতা সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বহুমুখীকরণের মাধ্যমে কাজ করে যাবে সংগঠনটি।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবকে অংশীদারিত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সবাই এগিয়ে যাওয়ার লড়াই ও অপূর্ব সুযোগ হাতছানি দিয়ে ডাকছে। বহুমুখীকরণের এই প্রক্রিয়ার সাথে বিপুল সংখ্যক সচেতন শিক্ষিত মেধাবী ও যোগ্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। বহুমুখী এই প্রক্রিয়ার সাথে নির্ভেজাল জনগোষ্ঠীকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।