1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

পাথরঘাটায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে

মো: জাহিদুল ইসলাম খান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে

মো: জাহিদুল ইসলাম খান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা- পাথরঘাটা সদরে আজ (পহেলা জানুয়ারী-২৪ ইং) বুধবার দুপুর ১টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী নাসির (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাসির ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে দুপুরে শশুর বাড়ি দাওয়াতে যাওয়ার পথে কালমেঘা নূরিয়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। তথ্যে আরো জানা যায়, পুর্ব থেকে ওতপেতে থাকা খুনি রাব্বি ও হাসান সহ বেশ ক’জন সন্ত্রাসী ধারালো বগী ও দা দিয়ে নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহম্মদ ফারুক ও তাদের দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। ঘটনার সঙ্গে সৈরাচার ফ্যাসিবাদি আওমীলীগের সন্ত্রাসী বাহিনীর হাত রয়েছে বলে চৌধুরী মোহম্মদ ফারুক অভিযোগ করেছেন।

পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক জসীমউদ্দিন রানা জানান, নিহত নাসির পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন। তার বাবার নাম শাহজাহান। হত্যার ব্যাপারে জানান, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মো: মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত কোন মামলা রুজু হয়নি বলে জানান পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team