বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড’র পাথররঘাটা উপজেলা শাখার আয়োজনে আজ (২৬ জুন ২৪) বুধবার বিকাল ৪ ঘটিকায় অস্থায়ী হল রুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরগুনা জেলা শাখার সভাপতি মাও. মুহাম্মাদ আবু সালেহ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড বরগুনা জেলা শাখার সেক্রেটারী মুফতি আবু সালেহ জিহাদী।
মাও. আব্দুর রহিমের সভাপতিত্বে ও মাও. আমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পাথরঘাটা উপজেলা শাখার সেক্রেটারী মুফতী আব্দুর রহমান রূহানী। পাথরঘাটা উপজেলা শাখার সদর ডা. হাবিবুর রহমান, সেক্রেটারী শহিদুল ইসলাম।
যারা আগামী নতুন সেশনে দায়িত্ব পালন করবেন:
➤ সভাপতি:
মাও: মুহাম্মাদ আল-আমিন
➤ সহ সভাপতি-১:
মাও: মুহা. খলিল জিহাদী
➤ সহ সভাপতি-২:
মাও: মুহাম্মাদ আমির হোসেন
➤ সেক্রেটারী:
মাও: মুহাম্মাদ আ: রহিম
৫. সহ-সেক্রেটারী:
মৌঃ মুহাঃ শফিকুল ইসলাম
➤ সাংগঠনিক: হা. মেহেদী