1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

বিজয় দিবসে খুলনায় মনোমুগ্ধকর সাইকেল র‌্যালি

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের বিজয় উল্লাসকে সবার মাঝে ছড়িয়ে দিতে খুলনা মহানগরীতে ব্যতিক্রমধমী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মহানগরীর শিববাড়ির মোড় থেকে বিজয়ের চেতনায় বাঁধাহীন ছুটে চলি এই শ্লোগানকে সামনে রেখে বিজয়ের দুরন্ত র‌্যালি শুরু হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শিববাড়ি মোড়ে এসে শেষ হয়।

খুলনা সাইক্লিস্টস এবং দুরন্ত বাইসাইকেল এ সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। সাইকেল শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, খুলনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসাদুজ্জামান মিঠু, খুলনা সাইক্লিস্টস এর এডমিন প্যানেলের সদস্য মোস্তফা কামাল, রেজাউর রহমান, মোহাম্মাদ সেতু, খাঁন শাহেদ এবং অথৈ।

এ সময় বক্তারা বলেন, সাইক্লিং একটি দুর্দান্ত ওয়ার্কআউট, যা মানুষকে সক্রিয় রাখে। এটি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই স্বাস্থ্যকর জীবনধারণ করতে ও ফিট থাকতে সাহায্য করে। শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাইক্লিং করার বিকল্প নেই। সর্বোপরি নগরীতে যানজট কমাতে সাইকেলের গুরুত্ব অনেক।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team