মুন্সীগঞ্জের লৌহজংয়ে ওয়াজ মাহফিলে আজ বয়ান পেশ করেছেন বিতর্কিত বক্তা হাফেজ ক্বারী আব্দুল খালেক শরীয়তপুরী। জানা যায় হাটভোগদিয়া মাঝি বাড়ির উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাটভোগদিয়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন ডঃ সাদেকুর রহমান আল আজাহারী (দাঃ) মিশর। দ্বিতীয় বক্তা হিসেবে বয়ান পেশ করেন আল্লামা হাসান জামিল ( দাঃ)। তৃতীয় বক্তা ছিলেন হাফেজ ক্বারী আব্দুল খালেক শয়ীয়তপুরী। অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন মাওলানা আবু মোহাম্মদী ইউসুফ ( দাঃ ), হাফেজ আরিফুল ইসলাম গাইবান্ধা। মাহফিল পরিচালনা করেন মুফতী আবদুল্লাহ আল মুজাহিদ। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাঝি।