আ স ম ন তালেব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংস্থ বেজগাঁও নুরুল আরাবী মহিলা মাদ্রাসা ও মিযানিয়া ওয়াসিফিয়া ফাইজুল উলুম মাদ্রাসার উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হবে। এলাকার সকল মৃত্যু ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় ১৬তম বার্ষিক হেফজুল কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা এবং তাফসীরুল কুরআন মাহফিল মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৭.৩০ মিনিটে থেকেই শুরু হবে।
দোয়া পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা মাদ্রাসার শাইখুল হাদীস ও মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস (দাঃ)। আরো নসীহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকার ফিকরুল উম্মাহ দারুল আবরার মাদ্রাসার পরিচালক মুফতী রেজাউল বারী।
লৌহজংস্থ আটিগাঁও ইসলামিয়া মাদ্রাসার মহা পরিচালক মুফতী মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বি এম শোয়েব সি আই পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লৌহজং সরকারি বিশ্ব বিদ্যালয়ের প্রিন্সিপাল মোজাম্মেল হক। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন সিরাজুল আলম (ফুকু বেপারী)। কর্তৃপক্ষ ধর্মপ্রাণ সকল মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন।