বাংলাদেশের অন্যান্য জেলার মতন মুন্সিগঞ্জের মাঠ কাঁপালো আর্জেন্টাইন খেলোয়ার মেসির সমর্থকরা। ভক্তরা খেলা বিকেল থেকেই বিভিন্ন চায়ের দোকানে ভিড় করতে থাকে। খেলার প্রেমে পড়ে দলীয় ভেদাভেদ ভুলে সবাই ছিল এক কাতারে। গতকাল সকাল থেকেই হাট – বাজার, স্কুল – কলেজ রাস্তা – ঘাট ছিল মেসি বাহিনীর দখলে। ব্রাজিলের সমর্থকরা ফ্রান্সের পক্ষে থেকেও কোন লাভ হয়নি।
আর্জেনটিনা মেসি বাহিনী ২-০ গোলে জয়ী হওয়ার পর মুন্সীগঞ্জের রূপ বদলে যায়। ৭১ এ রণাঙ্গনে যাওয়ার মতোই ভক্তরা ঘর থেকে বেরিয়ে আনন্দ উল্লাসে গোটা মুন্সীগঞ্জ কাঁপিয়ে তোলে। মিষ্টির দোকানগুলো নিমিষেই মিষ্টি শূন্য হয়ে যায়। অন্য দলের ভক্তদের বাড়িতেও আনন্দের মিষ্টির পোটলা চলে যায়। ভক্তদের কাছে ঈদের মতোই আনন্দ মনে হয়েছে।