মুন্সীগঞ্জের লৌহজংয়ে কাঠপট্টির কাঠ ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে কাঠ, রড, সিমেন্ট ট্রাক বোঝাই করে বেইলি ব্রীজ দিয়ে পারাপার করছেন। এতে বেইলি ব্রীজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত মাল বোঝাই ট্রাক প্রায়ই বেইলি ব্রীজ ভেঙ্গে দূর্ঘটনাও ঘটছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে লৌহজংয়ের সাধারণ লোকজনের, এ ঘটনায় কর্তৃপক্ষের টনকই নড়ছেনা।
অতিরিক্ত মাল বোঝাই ট্রাক অহরহ বেইলি ব্রীজ দিয়ে চলাচল করায় নাট খুলে প্লেট সরে গেলে মাঝে মাঝে কর্তৃপক্ষ ঝালাই করে দায়ভার এড়াতো। অতিরিক্ত মাল বোঝাই ট্রাক বেইলি ব্রীজ দিয়ে পারাপার না হতে পারে এজন্য কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বলে এলাকাবাসী জানান। গতকাল হলদিয়ার ছাতা মসজিদ সংলগ্ন বেইলি ব্রীজটির প্লেট ওল্টে যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পরে। বড় ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও অটো বাইক চলাচলের কোন বাধা নেই।
কয়েক বছর পূর্বে সিমেন্ট ভর্তি একটি ছয় চাকার বড় ট্রাক বেইলি ব্রীজ ভেঙ্গে নীচে পড়ে যায়। বহু দিন লোকজনের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেতে মারাত্মক কষ্ট হয়েছে বলে সূত্রে জানা যায়। সেই ভাঙ্গা বেইলি ব্রীজটি এখনো এই বেইলি ব্রীজের নীচে খালে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঘোলতলীর বেইলি ব্রীজও অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচলে ভেঙ্গে পড়েছিল। লোকজনের দূর্ভোগ এড়াতে বেইলি ব্রীজ সুরক্ষায় কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেয়া জরুরি বলে স্থানীয় লোকজন মনে করেন।