1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

লৌহজংয়ে বসতঘরে অগ্নিকাণ্ড, আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি 

আ স ম আবু তালেব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়ার নতুন কান্দি নামক স্থানে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আবিদ হাছান মাসুমের ভারাটিয়া (ঘরের মালিক) উম্মে হানু বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে অগ্নিকাণ্ড নির্বাপন কর্যক্রম পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।উম্মে হানু বেগম বলেন আগুন কিভাবে লেগেছে জানিনা। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে । প্রায় আড়াই থেকে ৩ লাখ টাকা র পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে।

লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের ঘটনায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team