মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়ার নতুন কান্দি নামক স্থানে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আবিদ হাছান মাসুমের ভারাটিয়া (ঘরের মালিক) উম্মে হানু বেগমের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে অগ্নিকাণ্ড নির্বাপন কর্যক্রম পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনে।উম্মে হানু বেগম বলেন আগুন কিভাবে লেগেছে জানিনা। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে । প্রায় আড়াই থেকে ৩ লাখ টাকা র পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে।
লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের ঘটনায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।