মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ফ্রেন্ডস ফাইটার মিনিবার ফুটবল টুর্নামেন্টে দেওয়ান কান্দি ঐক্য সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। আজ ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস ফাইনাল খেলায় তেঁতুলিয়া যুব সমাজকে ১-০ গোলে পরাজিত করেন। পরে বিজয়ী দল বিক্রমপুর ঐক্য সংঘকে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
৫নং ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনিক তালুকদারের সভাপতিত্বে ও কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন হাওলাদারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস তালুকদার, বিশেষ অতিথি জয়নাল মাদবর, সামচুউদ্দিন পাঠান, মতি মাদবর, কাউসার তালুকদার, জহির ফকির, ইউপি সদস্য নাহিদ হাসান, শামিম মাদবর, রনি মাদবর, হারুন হোসেন প্রমুখ।