সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পালন করা হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
এ উপলক্ষে উপজেলার কনকসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মঙ্গলবার বেলা ১১টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিবার পরিকল্পনার উপসহকারী কমিউনিটি অফিসার ডা. সুপ্রিয়া বালা তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিবার পরিকল্পনার পরিদর্শক শিমুল কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শীকা সালমা খাতুন, পরিবার কল্যাণ সহকারী সেলিনা আক্তার ও দিপা আক্তার।
উঠান বৈঠক শেষে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা ও কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয় সেবা ও প্রচার সপ্তাহ, চলবে আগামী ২২ তারিখ পর্যন্ত।