1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন

শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা কমিটি গঠন

মজিবুর রহমান, চাঁদপুর জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

চাদঁপুর হাজীগঞ্জ উপজেলায় তাজকিরাতুল উূলম তাহফিজুল মাদরাসায় ৩০ ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উনষ্ঠিত হয়?? শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কমিটি গঠন ও তরবীয়াত সম্মেলন,
ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হাঃমাওঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে,,হাঃমাওঃ কাউছার আহমাদ এর সার্বিক সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তৃতা করেন শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি
হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনী,
তিনি বলেন
শানে শাহাবা খতিব কাউন্সিল এমন একটি সংগঠন যা বাংলাদেশের ৬৪ জেলায় দায়িত্বরত ইমাম মুয়াজ্জিন দের পক্ষে কথা বলার শক্তিশালী মাধ্যম, যে সংগঠনের ছায়া তলে এসে ইমাম মোয়াজ্জিন, খতিবরা স্বাধীনভাবে একে অপরের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করেন। তিনি চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কমিটি ঘোষণা করেন।
কমিটির মধ্যে সভাপতিঃ মাওঃমোঃ শরাফত উল্লাহ চৌধুরী , সিনিয়র সহ-সভাপতিঃ হাঃক্বারী মাওঃ বেল্লাল হোসেন, সেক্রেটারিঃ হাঃমাওঃশরীফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারিঃ মাওঃমোস্তফা কামাল, সহ সেক্রেটারী: মাওঃমোঃইব্রাহিম খলিল, সহ সেক্রেটারী: হাঃজাহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক : মুফতী মাজহারুল ইসলাম,
সহ সাংগঠনিক সম্পাদক : মাওঃ ফয়জুল্লাহ সাহেব
অর্থ সম্পাদক: মুফতী শাহাদাত হোসাইন
প্রচার সম্পাদক : হাঃআঃরাজ্জক সাহেব, সহ প্রচার সম্পাদক : হাঃ মোঃ হান্নান, দপ্তর সম্পাদক: হাঃ মাওঃ খালেদ সাইফুল্লাহ
আইন সুরক্ষা সম্পাদক : মাওঃ ইব্রাহিম হোসেন, সাস্হ্য সুরক্ষা মেডিকেল সম্পাদক : মাওঃরাকিবুল ইসলাম, কর্মসংস্হান সুরক্ষা সম্পাদক : মোঃইব্রাহিম মজুমদার

জেলা সভাপতি
হাঃ ক্বারী মোঃ আনাছ আমিনী বলেন এ কমিটি আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির জেলা কমিটির বরাবর জমা দিতে হবে এবং এই কমিটির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে বলে তিনি জানান উক্ত তরবিয়ত সম্মেলন অনুষ্ঠানে।

আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদকঃ মাওঃ আমানউল্লাহ আমান,দপ্তর সম্পাদকঃ হাঃ মুখতার হোসাইন আশরাফী সহ দপ্তর সম্পাদকঃ মাওঃ ওমর ফারুক গণ্যমান্য আলেম-ওলামাগনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team