1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার উপহার ‘আম’ পেয়ে ধন্যবাদ জানিয়ে মোদির চিঠি

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৫৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘আম’ পেয়ে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি দিয়েছেন। মোদি চিঠিতে লিখেন, ‘আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে।’

মোদি আরো লিখেছেন, ঢাকা সফরকালে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, এই আম উপহার সেটাকে স্মরণ করিয়ে দিলো।
কভিড-১৯ মহামারিকালে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকলেও দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমুন্নত করেছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যেটা আমাদের উভয়ের জন্য ভালো।

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ নেতাদের জন্য গত ৪ জুলাই বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী ২ হাজার ৬শ কেজি আম পাঠিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team