বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে গতকাল (২৪ মার্চ-২৫) সোমবার, সংগঠনের আহ্বায়ক: নোমান বিন নুরুল ইসলাম ও সদস্য সচিব: মাকসুদুর রহমান জুনায়েদ যৌথ বিবৃতি দেন।
যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় দুই নেতা বলেন, বাংলাদেশে পোশাক শিল্পে বিশ্ববাজারে যে সুনাম অর্জন করেছে, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা গার্মেন্টস শ্রমিকদের। কিন্তু দুঃখজনকভাবে বছরের পর বছর শ্রমিকরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। তারা বেতন-বোনাস পাচ্ছে না, এটি অমানবিক এবং শ্রম আইনের লঙ্ঘন। শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে কারখানা মালিকরা লাভবান হচ্ছে, অথচ শ্রমিকদের প্রতি তারা ন্যূনতম দায়িত্ব পালন করছে না।
তারা আরো বলেন, আমরা মালিকপক্ষকে স্পষ্ট জানিয়ে দিতে চাই- আপনারা অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ঈদ বোনাস পরিশোধ করুন। শ্রমিকরা কোনো দয়ার পাত্র নয়, তারা তাদের প্রাপ্যটাই দাবি করছে। সময়মতো বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার-পরিজন কষ্টে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। মালিকরা এই অন্যায় অব্যাহত রাখলে শ্রমিকরা ফুঁসে উঠবে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আমরা শ্রমিকদের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। শ্রমিকদের প্রতি অবিচার আর সহ্য করা হবে না, দ্রুত এই সমস্যার সমাধান না হলে, শ্রমিকদের নিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হবো। প্রয়োজন হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, এবং এর সমস্ত দায়-দায়িত্ব মালিকপক্ষকেই বহন করতে হবে।