সিলেট মডেল গার্লস মাদরাসার হেফাজত বিভাগের ছাত্রী “রাহনুমা তাশফি” মাত্র ৭ বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গর্বিত করেছেন তার পিতামাতাকে। এ যেন বিস্ময় বালিকা “রাহনুমা তাশফি।
“রাহনুমা তাশফি মাদ্রাসার প্রিন্সিপাল হা. মাও. জাকারিয়া আল হাসানের মেয়ে। কোরআন হেফজ সম্পন্ন করায়, মাদ্রাসা ও এলাকাবাসীর পক্ষ থেকে আজ ২১ ডিসেম্বর-২২ তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান মেহমান ছিলেন, বাংলার হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন্নবী কাসেমী, মাও. শাহ নজরুল ইসলাম। অনুষ্ঠানের একপর্যায়ে রাহনুমা তাশফির মায়ের নিজ হাতে বানানো মুকূট পরিয়ে দিয়েছেন শায়খ মুস্তাকুন্নবী।