সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বনশ্রীতে নিজ বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে অ্যাডভোকেট ইশরাত হাসান জানান ২৯ জুন সুপ্রিম কোর্টের করোনা টেস্ট বুথে নমুনা পরীক্ষার জন্য দিলে ১ জুলাই করোনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাগিব আহসানের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
অ্যাডভোকেট ইশরাত হাসানের স্বামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র আইন গবেষণা কর্মকর্তা শেখ সাদী রহমানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে রিট করে দেশজুড়ে সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশের পাবলিক প্লেসগুলোতে ব্রেস্টফিডিং রুম স্থাপন এবং গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশে আইনি লড়াইয়ের স্বীকৃতিস্বরুপ আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করেন তিনি। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (আইবিএ) তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করে। ইশরাতের বাবা রাশিদুল হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী।