জীবন বাবুর ভীষণ বেকঃ তাসলিমা বেগম
বাস্তবতার যা সুরত হাল
ন্যায় নীতিরা তুলছে পাল!
ঘটছে আজ বড় জঞ্জাল,
নীয়ম নীতির বেড়াজাল।
আম জনতা ভাবছে বসে
বিবেকটারে বেজায় কষে,
নিরব কান্নার দেয়াল ঘষে
চলছে জীবন হিসেব কষে।
উপায় অন্ত না দেখে তাই
মুখে তালার তুলছে হাই ;
মঘের মুল্লুক দেশটাকে ভাই
কি করি আজ ভেবে না পাই।
এমন সমাজ বিনির্মাণেও
নীতির রাজা ধরছে ঠেক,
জোর জুলুম আর অত্যাচারে
জীবন বাবুর ভীষণ বেক।।
তারিখঃ ৩০-০১-২০২৩
সময়ঃ সন্ধ্যা ৭.০০ ঘটিকা
বাসাবো, ঢাকা।