ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আজ (২১ই মার্চ ২৫) শুক্রবার, কেন্দ্রীয় জাতীয় শহিদ মিনারে গণইফতার মাহফিলের আয়োজন করেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, শহীদের রক্তের দায় কোন অবস্থাতেই ক্ষমা করা যায় না, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে যারা শহীদ করছে তাদের অবশ্যই বাংলার জমিনে বিচার করতে হবে। শহীদের রক্তের মূল্য বৃথা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, সংস্কার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে।
রাজনীতির কূটকৌশলে মানুষের রক্ত এবং জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। ইউনুস আহমেদ বলেন, ২৪ এর গণআন্দোলনে বিগত যারা হত্যা, গুম, জুলুম ও নিপিড়নের সাথে সম্পৃক্ত ছিলো তাদের বিচার এই বাংলার জমিনে করতেই হবে। আগামীতে যেনো কোন স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে। দেশে শিল্পায়ন করতে হবে, তারুণ্যকে সহজ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের হুসাইনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, মুনতাছির আহমাদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম।
অন্যদের মধ্যে ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মুহাম্মাদ কাউসার আহমাদ, সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নিয়ামাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাছিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের খাঁন সাদী, দাওয়াহ সম্পাদক শাকিব আহমাদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ ভাট্টি,
প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাহমুদুল হক জুবায়ের, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সানাউল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাওন আহমাদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাবের হুসাইন , সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ জাহিদুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাম্পাস, থানা শাখার নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।